২-১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুদিন আগেই দিয়েছে এ ঘোষণা। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও বাফুফে চাইছিল ম্যাচ দুটি দেশে খেলতে।
কিন্তু ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। অগত্যা বাংলাদেশকেই যেতে হবে ভুটান। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ৫ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটি খেলতে ৩০ আগস্ট থিম্পু যাবে বাংলাদেশ ফুটবল দল। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, ‘ভুটান রাজি হয়নি বাংলাদেশে আসতে। তাই থিম্পুতেই আমরা ম্যাচ দুটি খেলব।’ তবে ম্যাচ দুটির জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু কবে, তা নিয়ে বাফুফে সম্পাদক এখনো চূড়ান্ত কিছু জানাতে পারেননি। শনিবার এ ব্যাপারে কোচ তাঁর পরিকল্পনা জানানোর কথা বাফুফেকে।
ভুটানের সঙ্গে কেন খেলছে বাংলাদেশ, আর কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি? ফুটবল অঙ্গনে অনেকের মনেই এই প্রশ্ন। বাফুফে বলছে, ভুটানকে হারাতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়বে। আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ে ৪ নম্বর পট থেকে ৩ নম্বর পটে আসার সম্ভাবনা আছে। তাতে তুলনামূলক কম শক্তির দল পাওয়া যাবে গ্রুপে। তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। ভুটানের (১৮২) র্যাঙ্কিং এখন বাংলাদেশেরও (১৮৪) ওপরে।
কিন্তু ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে রাজি হয়নি। অগত্যা বাংলাদেশকেই যেতে হবে ভুটান। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ৫ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটি খেলতে ৩০ আগস্ট থিম্পু যাবে বাংলাদেশ ফুটবল দল। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ প্রথম আলোকে বলেছেন, ‘ভুটান রাজি হয়নি বাংলাদেশে আসতে। তাই থিম্পুতেই আমরা ম্যাচ দুটি খেলব।’ তবে ম্যাচ দুটির জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু কবে, তা নিয়ে বাফুফে সম্পাদক এখনো চূড়ান্ত কিছু জানাতে পারেননি। শনিবার এ ব্যাপারে কোচ তাঁর পরিকল্পনা জানানোর কথা বাফুফেকে।
ভুটানের সঙ্গে কেন খেলছে বাংলাদেশ, আর কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি? ফুটবল অঙ্গনে অনেকের মনেই এই প্রশ্ন। বাফুফে বলছে, ভুটানকে হারাতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়বে। আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ে ৪ নম্বর পট থেকে ৩ নম্বর পটে আসার সম্ভাবনা আছে। তাতে তুলনামূলক কম শক্তির দল পাওয়া যাবে গ্রুপে। তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। ভুটানের (১৮২) র্যাঙ্কিং এখন বাংলাদেশেরও (১৮৪) ওপরে।