গত কয়েকদিনের চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। চলমান পরিস্থিতিতে তরুণ উদ্যোক্তা প্রজেক্ট নীলফামারীর সংগঠকরা নীলফামারী শহরের বিভিন্ন স্থানে কঠোর পরিশ্রম করে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেন। সংগ্রহকৃত অর্থ দিয়ে বন্যাকবলিত মানুষের জন্য শুকনো খাবার, ঔষুধ, পোশাক, কয়েল ও মোমবাতি সহ মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি নিয়ে কুমিল্লা জেলার ইছামতী গ্রামে তাদের দলটি পৌঁছায় ও ত্রাণ বিতরণ করেন।
জানা যায়,তরুণ উদ্যোক্তা প্রজেক্ট ও রংপুর ডিবেটিং সোসাইটি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। রংপুর ডিবেটিং সোসাইটি রাকিবুল হাসান সহ অনেকের ত্রাণ বিতরণ কার্যক্রম দলে অংশগ্রহণ করেছিলেন রাশেদুজ্জামান জিহাদ,রাকিবুল হাসানসহ প্রমুখ।