দিনাজপুরে ৩০ আগস্ট ২০২৪-এর জন্য নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ফজরের নামাজ শুরু হবে সকাল ৪:২৭ AM এবং যোহরের নামাজ ১২:০২ PM-এ। জুমা নামাজের জন্য নির্ধারিত সময় ১২:৩০ PM। অন্যান্য নামাজের মধ্যে আসর বিকাল ৩:৩০ PM, মাগরিব ৬:২২ PM এবং এশা রাত ৭:৩৫ PM-এ অনুষ্ঠিত হবে।