বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছেছে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য। দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্টের আশা ব্যক্ত করেছেন। ভুটানের উচ্চতা এবং কৃত্রিম টার্ফের চ্যালেঞ্জ মোকাবিলা করেই এই দুই ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ দল।
কোচ ক্যাবরেরা ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে সদ্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের চার ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছেন। দলের সদস্যরা নেপালের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট থেকে ফিরেই ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন, যা তাদের জন্য একটি বড় মানসিক ও শারীরিক পরীক্ষা হতে পারে।
জামাল ভূঁইয়া জানিয়েছেন, দীর্ঘ ৩ মাস পরে মাঠে নামায় কিছুটা চ্যালেঞ্জ থাকবে, তবে তিনি আত্মবিশ্বাসী যে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। তিনি আরও জানান, এই ম্যাচগুলোতে জয়লাভ করলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং উন্নত হবে।