বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এই দিনে মুসলিম বিশ্ব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে নানা আয়োজনের মাধ্যমে স্মরণ করে থাকে। দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হবে।