ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের দিকে বাংলাদেশ থেকে ১০ ট্রাক ভর্তি ছাত্র ও জনতা নিয়ে লং মার্চ শুরু হয়েছে। এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে ভারত কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তঃসীমান্ত নদীতে বাঁধ নির্মাণ এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণের প্রতিবাদ করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির আয়োজক। শুক্রবার সকালে ঢাকার শাহবাগ থেকে এই লং মার্চ শুরু হয়।
লং মার্চের অংশগ্রহণকারীরা প্রথমে যাত্রাবাড়ীতে একটি পথসভা করে, পরে কুমিল্লার চান্দিনায় জুমার নামাজের পর আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে কুমিল্লার টাউন হলে বিশাল সমাবেশ শেষে তারা পদযাত্রা নিয়ে বিবিরবাজার সীমান্তে পৌঁছায়। লং মার্চের নেতৃবৃন্দের বক্তব্যে বাংলাদেশের নদীগুলোতে অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।