বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র জাতীয় কমিটি থেকে নির্ধারিত কয়েকজন সদস্য গতকাল ১৫ সেপ্টেম্বর আসেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে।
প্রথমেই বিভক্তি আসে স্থান নিয়ে, ভেন্যু হয় দুটি, একটি হাবিপ্রবিতে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, অন্যটি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে, সারা জেলার শিক্ষার্থীদের সঙ্গে। অনাকাঙ্খিতভাবে দুটোতেই ঘটেছে বিবাদ-বিক্ষোভের ঘটনা। একাধিক গ্রুপের আধিপত্য,নেতৃত্ব, অবদান - এইসব নিয়ে চলেছে তর্ক,বাগ-বিতন্ডা।
তবে, এদিন সাধারণ শিক্ষার্থীরা সুস্পষ্ট করে জানিয়েছে, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা 'নেতা' কখনো ছিলো না। যারা আন্দোলন করেছে, স্বেচ্ছায় যুক্ত হয়েছে এবং 'সাধারণ শিক্ষার্থী' হিসেবে যুক্ত হয়েছে, কারোর ডাকেই নয়। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোথাও কোনো কমিটি দেয়া হয়নি বলে জানিয়েছেন সমন্বয়করা।
প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে আমরাও বলতে চাই, এই অভ্যুত্থান কারো নেতৃত্বে নয়, কারো একার নয়, কোনো সংগঠনেরও নয়। এটি ১৬ বছরে সকল সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ আন্দোলন। কষ্ট প্রত্যেকেই করেছেন, তাই ব্যক্তিগত 'নেতা' হওয়ার জন্য এই আন্দোলনের ট্যাগ ব্যবহার না করি৷
এখনো অনেক কাজ বাকি। আসুন, নেতা হওয়ার দৌড় থেকে একটু পিছিয়ে যাই। দেশ, দিনাজপুর গড়ার কাজে নিঃস্বার্থ মনোযোগ দিই।
প্রথমেই বিভক্তি আসে স্থান নিয়ে, ভেন্যু হয় দুটি, একটি হাবিপ্রবিতে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, অন্যটি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে, সারা জেলার শিক্ষার্থীদের সঙ্গে। অনাকাঙ্খিতভাবে দুটোতেই ঘটেছে বিবাদ-বিক্ষোভের ঘটনা। একাধিক গ্রুপের আধিপত্য,নেতৃত্ব, অবদান - এইসব নিয়ে চলেছে তর্ক,বাগ-বিতন্ডা।
তবে, এদিন সাধারণ শিক্ষার্থীরা সুস্পষ্ট করে জানিয়েছে, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা 'নেতা' কখনো ছিলো না। যারা আন্দোলন করেছে, স্বেচ্ছায় যুক্ত হয়েছে এবং 'সাধারণ শিক্ষার্থী' হিসেবে যুক্ত হয়েছে, কারোর ডাকেই নয়। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোথাও কোনো কমিটি দেয়া হয়নি বলে জানিয়েছেন সমন্বয়করা।
প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে আমরাও বলতে চাই, এই অভ্যুত্থান কারো নেতৃত্বে নয়, কারো একার নয়, কোনো সংগঠনেরও নয়। এটি ১৬ বছরে সকল সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ আন্দোলন। কষ্ট প্রত্যেকেই করেছেন, তাই ব্যক্তিগত 'নেতা' হওয়ার জন্য এই আন্দোলনের ট্যাগ ব্যবহার না করি৷
এখনো অনেক কাজ বাকি। আসুন, নেতা হওয়ার দৌড় থেকে একটু পিছিয়ে যাই। দেশ, দিনাজপুর গড়ার কাজে নিঃস্বার্থ মনোযোগ দিই।