গত কয়েকদিনের চলমান দাবদাহ গুমটের প্রভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলো। স্কুল, কলেজের শিক্ষার্থীরা যেমন পড়েছিলো বিপাকে তেমনি কৃষি নির্ভর উত্তরাঞ্চলে দেখা দিয়েছিলো প্রখর খরা। জমিতে পর্যাপ্ত পানির অভাবে ফসলে দেখা দিয়েছে সেচের অভাব।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ( মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর) বিকাল হতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে। এরমধ্যে বীরগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়। ধানসহ অন্যান্য ফসলের সেচ সংক্রান্ত পানির চাহিদা সাময়িক পূরণ হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা যায়,রংপুর,সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত সহ সারাদেশে আগামী কয়েকদিন বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানা যায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ( মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর) বিকাল হতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে। এরমধ্যে বীরগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়। ধানসহ অন্যান্য ফসলের সেচ সংক্রান্ত পানির চাহিদা সাময়িক পূরণ হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা যায়,রংপুর,সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত সহ সারাদেশে আগামী কয়েকদিন বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানা যায়।