নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসর আগামী ৩ অক্টোবর শুর হবে। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল।
সবশেষ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফরম্যান্স করতে পারেননি জ্যোতিরা। নেই কোনো জয়ের দেখাও, তবে বাংলাদেশ অধিনায়ক এবার সেই ধারা ভাঙতে চান। গতকাল মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়ের লক্ষ্যের কথা।
জ্যোতি বলেছেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্য দলের ক্ষুধা নিয়ে জ্যোতি বলেন, ‘স্কটল্যান্ডের কথা বললেন, তারা এখন নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো জায়গায় সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে আসে। আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা, বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে। প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা।
শুরুতে প্রথম ম্যাচ জয়ে চোখ বাংলাদেশ অধিনায়কের। এরপর সেমিফাইনালে খেলারও স্বপ্ন দেখছেন জ্যোতি ২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে আমরা আর কখনও কোনো ম্যাচ জিততে পারিনি।
ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে না পারলে সেই ভালোর কোনো মানে নেই। প্রথম তাই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, যখন আমরা ফ্লো পাব, সেটিকে সঙ্গী করে সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসর আগামী ৩ অক্টোবর শুর হবে। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল।
সবশেষ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফরম্যান্স করতে পারেননি জ্যোতিরা। নেই কোনো জয়ের দেখাও, তবে বাংলাদেশ অধিনায়ক এবার সেই ধারা ভাঙতে চান। গতকাল মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন জয়ের লক্ষ্যের কথা।
জ্যোতি বলেছেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্য দলের ক্ষুধা নিয়ে জ্যোতি বলেন, ‘স্কটল্যান্ডের কথা বললেন, তারা এখন নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো জায়গায় সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে আসে। আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা, বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে। প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা।
শুরুতে প্রথম ম্যাচ জয়ে চোখ বাংলাদেশ অধিনায়কের। এরপর সেমিফাইনালে খেলারও স্বপ্ন দেখছেন জ্যোতি ২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে আমরা আর কখনও কোনো ম্যাচ জিততে পারিনি।
ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে না পারলে সেই ভালোর কোনো মানে নেই। প্রথম তাই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, যখন আমরা ফ্লো পাব, সেটিকে সঙ্গী করে সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।