সাভারে মাওলানা আফসার উদ্দিনের মাজার শরিফে হামলা করেছেন কয়েক শতাধিক লোকজন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকলিয়া এলাকায় ওই মাজার শরিফে হামলার ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলা চলমান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফি আত্মপ্রকাশ নামে একটি পেজ থেকে লাইভে এসে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে আইনি সহায়তা চাওয়া হয়। ফেসবুক লাইভে দেখা যায়, কয়েক শতাধিক পাঞ্জাবি টুপি পরা লোক ওই মাজার শরিফে এসে অবস্থান নেন। এ সময় ওই মাজার শরিফ লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি, পরে বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।
রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলা চলমান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফি আত্মপ্রকাশ নামে একটি পেজ থেকে লাইভে এসে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে আইনি সহায়তা চাওয়া হয়। ফেসবুক লাইভে দেখা যায়, কয়েক শতাধিক পাঞ্জাবি টুপি পরা লোক ওই মাজার শরিফে এসে অবস্থান নেন। এ সময় ওই মাজার শরিফ লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি, পরে বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।