রূপের রানী রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটক হিসেব ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। রবিবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ৮ অক্টোবর, মঙ্গলবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২৩ দিন রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমন না করার অনুরোধ জানানো হচ্ছে। এর আগে তিন ধাপে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা করা হয় জেলা প্রশাসন এর পক্ষ থেকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান তিন পার্বত্য জেলার ক্ষেত্রে একই নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ তিন পার্বত্য জেলায় পর্যটকরা এই ২৩ দিন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
রাজনৈতিক পট পরিবর্তন এবং গত কিছুদিনের সাম্প্রদায়িক অস্থিরতায় পার্বত্য জেলা গুলো পর্যটক সংকটে ভুগছিল। তার মধ্যে এই ধরনের সিদ্ধান্ত ৩ জেলার পর্যটন নির্ভর অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে বলে পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে এবার তিন পার্বত্য জেলায় কঠিন চীবরদান না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
নির্দেশনায় বলা হয়, ৮ অক্টোবর, মঙ্গলবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২৩ দিন রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমন না করার অনুরোধ জানানো হচ্ছে। এর আগে তিন ধাপে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা করা হয় জেলা প্রশাসন এর পক্ষ থেকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান তিন পার্বত্য জেলার ক্ষেত্রে একই নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ তিন পার্বত্য জেলায় পর্যটকরা এই ২৩ দিন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
রাজনৈতিক পট পরিবর্তন এবং গত কিছুদিনের সাম্প্রদায়িক অস্থিরতায় পার্বত্য জেলা গুলো পর্যটক সংকটে ভুগছিল। তার মধ্যে এই ধরনের সিদ্ধান্ত ৩ জেলার পর্যটন নির্ভর অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে বলে পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে এবার তিন পার্বত্য জেলায় কঠিন চীবরদান না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।